1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এসএসসি পরীক্ষায় বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৫.৩৩

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : এসএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোয় পাসের হার গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ কমেছে। এবার বিদেশের আটটি কেন্দ্রে পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৫ দশমিক ৮৭ শতাংশ।

আজ শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। ফলের পরিসংখ্যান থেকে এ সব তথ্য জানা গেছে। বিদেশের আটটি কেন্দ্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।

বিদেশের এসব কেন্দ্র থেকে মোট ৩৭৫ জন পরীক্ষা দিয়ে ৩২০ জন পাস করেছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

বিদেশের আটটি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশ স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ ও কারিগরি বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..