শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : দেশের ৩৫ ও দেশের বাইরে একযোগে ১৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমা। দেশের প্রথম সাইবার থ্রিলার হিসেবে দর্শকমহলে বেশ প্রশংসাও কুড়াচ্ছে সিনেমাটি। সেইনাম দেখা শেষে এক দর্শক নিজের স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিমকে!
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে টিম ‘অন্তর্জাল’। সেখানে হাজির হন ছবির নির্মাতা, প্রযোজক ও শিল্পী-কুশলীরা।
ছবি দেখা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যা সিনহা মিম বললেন, ‘সকাল থেকে রেসপন্স অনেক ভালো পাচ্ছি। যারা যারাই দেখেছেন, বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এরকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন।’
এরপর সবার উদ্দেশ্যে নিজের হাত দেখিয়ে মিম বললেন, ‘কিছুক্ষণ আগে একজন দর্শক ছবিটা দেখে আমাকে এই গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছেন।’
৬ কোটি টাকা বাজেটে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমাটি নির্মাণ করেছেন দীপঙ্কর দীপন। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, কিটো ভাই, অমিত সিনহা প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।