10:00 pm, Monday, 17 November 2025

ইলিয়াস কাঞ্চনের প্রথম ছবির নায়িকা আমি, স্মৃতিচারণে ববিতা

বিনোদন ডেস্ক :: ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ঢাকাই সিনেমার এক সময়ের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। সাবেক এই সহকর্মীকে নিয়ে এবার স্মৃতিচারণ করলেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইলিয়াস কাঞ্চনের। আর এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ববিতা।

এরপর জুটি হয়ে তারা অনেক কাজ করেছেন। ববিতার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত চলচ্চিত্রেও নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন।

বর্তমানে কানাডা রয়েছেন ববিতা। সেখান থেকেই স্মৃতিচারণ করে ববিতা বলেন, ‘একদিন হঠাৎ কর সুভাষ দাদা বললেন, বসুন্ধরা নামে একটি সিনেমা করছি, নতুন একজন নায়ক নেব। তার নাম ইলিয়াস কাঞ্চন।

সেই প্রথমবার তার নাম শুনলাম। ততদিনে আমার অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, পরিচিতি এসেছে। যাই হোক, সিনেমার কাজ শুরু করি। ইলিয়াস কাঞ্চনের সেই প্রথম সিনেমার নায়িকা আমি।’

এই অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছে প্রশংসিত হলো। এরপর এক এক করে আমি ও ইলিয়াস কাঞ্চন অনেক সিনেমায় জুটি হিসেবে অভিনয় করেছি। পরিচালক আমজাদ হোসেনের সুন্দরী সিনেমাতেও আমরা একসঙ্গে অভিনয় করেছি।’

নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায়ও ইলিয়াস কাঞ্চনকে নিয়েছেন উল্লেখ করে ববিতা বলেন, ‘আমাদের কাজ দর্শকপ্রিয়তাও পেয়েছে, ব্যবসা সফলও হয়েছে। সিনেমার বাইরেও পারিবারিক একটা সম্পর্ক গড়ে উঠেছে আমাদের মাঝে।

সুন্দর সম্পর্কটা এখনো আছে। আমার দেখা একজন ভালো মানুষ ইলিয়াস কাঞ্চন। শিল্পী হিসেবে যেমন বড় মাপের, মানুষ হিসেবেও অনেক ভালো। সামাজিক ভাবেও সবার কাছে তিনি গ্রহণযোগ্য মানুষ। মানুষের জন্য নিবেদিতপ্রাণ তিনি।’

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে মর্মাহত ববিতা। বলেন, ‘প্রার্থনা করছি তিনি সুস্থ হয়ে উঠুন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি মন থেকে। তার হাসি মুখ দেখতে চাই।’

Tag :
About Author Information

Sirajul Islam

ইলিয়াস কাঞ্চনের প্রথম ছবির নায়িকা আমি, স্মৃতিচারণে ববিতা

Update Time : 10:58:33 am, Monday, 13 October 2025

বিনোদন ডেস্ক :: ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ঢাকাই সিনেমার এক সময়ের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। সাবেক এই সহকর্মীকে নিয়ে এবার স্মৃতিচারণ করলেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইলিয়াস কাঞ্চনের। আর এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ববিতা।

এরপর জুটি হয়ে তারা অনেক কাজ করেছেন। ববিতার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত চলচ্চিত্রেও নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন।

বর্তমানে কানাডা রয়েছেন ববিতা। সেখান থেকেই স্মৃতিচারণ করে ববিতা বলেন, ‘একদিন হঠাৎ কর সুভাষ দাদা বললেন, বসুন্ধরা নামে একটি সিনেমা করছি, নতুন একজন নায়ক নেব। তার নাম ইলিয়াস কাঞ্চন।

সেই প্রথমবার তার নাম শুনলাম। ততদিনে আমার অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, পরিচিতি এসেছে। যাই হোক, সিনেমার কাজ শুরু করি। ইলিয়াস কাঞ্চনের সেই প্রথম সিনেমার নায়িকা আমি।’

এই অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছে প্রশংসিত হলো। এরপর এক এক করে আমি ও ইলিয়াস কাঞ্চন অনেক সিনেমায় জুটি হিসেবে অভিনয় করেছি। পরিচালক আমজাদ হোসেনের সুন্দরী সিনেমাতেও আমরা একসঙ্গে অভিনয় করেছি।’

নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায়ও ইলিয়াস কাঞ্চনকে নিয়েছেন উল্লেখ করে ববিতা বলেন, ‘আমাদের কাজ দর্শকপ্রিয়তাও পেয়েছে, ব্যবসা সফলও হয়েছে। সিনেমার বাইরেও পারিবারিক একটা সম্পর্ক গড়ে উঠেছে আমাদের মাঝে।

সুন্দর সম্পর্কটা এখনো আছে। আমার দেখা একজন ভালো মানুষ ইলিয়াস কাঞ্চন। শিল্পী হিসেবে যেমন বড় মাপের, মানুষ হিসেবেও অনেক ভালো। সামাজিক ভাবেও সবার কাছে তিনি গ্রহণযোগ্য মানুষ। মানুষের জন্য নিবেদিতপ্রাণ তিনি।’

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে মর্মাহত ববিতা। বলেন, ‘প্রার্থনা করছি তিনি সুস্থ হয়ে উঠুন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি মন থেকে। তার হাসি মুখ দেখতে চাই।’