রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবার তারা হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
অর্থাৎ আগামীকাল সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে।
আজ রোববার ( ২৮ মার্চ) মাওলানা জুনায়েদ আল হাবীব এ ঘোষণা দেন।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে গতকাল শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। দফায় দফায় বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৮ মার্চ) হরতাল চলাকালেই এর সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।