সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: চায়ের গুনগত মান নির্ণয় ও চা শিল্পের সাথে জড়িতদের নিয়ে বার্ষিক প্রশিক্ষন কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) মিলনায়তনে চা উৎপাদন এবং ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের দক্ষতা উন্নয়নকল্পে পিডিইউর পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের নবাগত চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের যুগ্ম সচিব ইয়াসমিন পারভীন তিবরীজি, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক ও বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান জি এম শিবলী।
এদিকে টি টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ২৮ জন প্রশিক্ষনার্থীরা ছাড়াও বিভিন্ন চা বাগানে কর্মরত সিনিয়র প্লান্টার্স, বিভিন্ন টি ভ্যালীর চেয়ারম্যানবৃন্দ,ব্রোকার্স হাউজের অভিজ্ঞ টি টেস্টারগণ এবং বিটিআরআই ও পিডিইউ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চা শিল্পের সাথে জড়িত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।