বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি:বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা সামছুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। সামছুল ইসলাম রফিনগর গ্রামের মৃত শায়েস্থা মিয়ার ছেলে।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, বড়লেখা থানায় গত ২৫ আগষ্ট জামায়াত নেতা লুৎফুর রহমানের দায়েরকৃত হামলা ও ভাংচুর মামলার সন্ধিগ্ধ আসামি সামছুল ইসলামকে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারো পাঠানো হয়েছে।