1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল জাহান ও সন্তোয় দাশ গ্রেপ্তার!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতার মামলার এজাহারভূক্ত পলাতক আসামী নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী (৪৮) ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ দাশ (৪৬) কে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরে পৃথক স্থান থেকে জামায়াত নেতা শাহ মোঃ আলাউদ্দিনের মামলার এজাহারভূক্ত আসামী আলহাজ্ব সাইফুল জাহান ও সন্তোষ দাশ-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- বিগত ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আমীর দেলোওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্রুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়। উক্ত রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্টান হামলা ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় দেশের পট পরিবর্তনের ১০ বছর পর গত ১৪ সেপ্টেম্বর জামায়াত নেতা নবীগঞ্জ সদর ইউনিয়নের জামায়াক নেতা শাহ মোঃ আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর এলাকার আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীসহ,আওয়ামীলীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামল্ দায়ের করেন। উক্ত মামলায় আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,ও সন্তোষ দাশ-কে ১৯ নাম্বার আসামী করা হয়। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সন্তোষ দাশ-কে গ্রেপ্তার করে। পরে রাত সাড়ে ৮টার সময় নবীগঞ্জ শহরতলীর মধ্যবাজার থেকে আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। এব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- জামায়্ত নেতার মামলায় পুলিশ সাইফুল জাহান ও সন্তোষ দাশ-কে পুলিশ গ্রেপ্তার করেছে।তাদের বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..