1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় প্রবাসী বাড়ির জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত
oplus_0

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পুরুষশূন্য প্রবাসী পরিবারের বাড়ির জমি জোরপূর্বক দখল করার চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে কুলাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের উছলাপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী সোলেমান আহমদের ছেলে কাওসার আহমদ সানি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী সোলেমান আহমদের স্ত্রী লাইলী বেগমসহ পরিবারের অন্য সদস্যরা।
লিখিত বক্তব্যে কাওসার আহমদ সানি বলেন, কুলাউড়া পৌরসভার বাদে মনসুর এলাকার বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে রুবেল আহমদ গং কর্তৃক আমার দাদা মরহুম চটই মিয়ার উত্তরাধিকারী গংদের বাড়ির মৌরসী জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই জমি দখল করার জন্য রুবেল আহমদ গং আমাদের পরিবারের মহিলাসহ অন্যান্য সদস্যদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। ওই জমি নিয়ে গত ১৪ অক্টোবর বিজ্ঞ আদালতে (২৭৫/২০২৪ইং স্বত্ত্ব বাটোয়ারা) মামলা দায়ের করা হয়। আদালতে মামলা চলমান থাকাবস্থায় রুবেল গং গত ২ ডিসেম্বর আলালপুর মৌজার এস.এ খতিয়ান নং-৪০৭,৪০৮, এস.এ দাগ নং- ৩৯৩,৪০৫,৪০৬,৪০৭,৪০৯,৪১০,৪১২,৪১৩,৪১৫ দাগের জমিতে পূর্ব পরিকল্পিতভাবে জোরপূর্বক দখল করে নেয়ার উদ্দেশ্য দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে মারধর করে। আমাদের বাড়িতে কোন পুরুষ লোক নেই। সবাই প্রবাসে থাকেন। এসময় খুবই উগ্র ও খারাপ প্রকৃতির লোক রুবেল আহমদ আমার মাতা লাইলী বেগমের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং উনার চুলে ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে গত ৩ ডিসেম্বর আমার চাচা সুলতান আহমদকে দক্ষিণ চাতলগাঁও মসজিদের পাশ^বর্তী বাড়িতে গিয়ে মারধর করে। বিরোধপূর্ণ জমি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সে আমাদের প্রাণনাশের হুমকি দেয়। ওই ঘটনায় গত ৪ ডিসেম্বর আমার চাচা সুলতান আহমদ বাদী হয়ে রুবেল আহমদসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে সিআরমামলা (নং-৬৫৬/২০২৪) দায়ের করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা সংস্থা ডিবি। পরে ডিবি পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে রুবেল আহমদ গংকে বিরোধপূর্ণ জমিতে পেয়ে ছিনিয়ে নেয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন এবং রুবেল আহমদকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করার জন্য বলেন। পরবর্তীতে জমির বিরোধ নিয়ে রুবেল আহমদ বাদী হয়ে আমার মাতাসহ পরিবারের ১১জন সদস্যদের ওপর কুলাউড়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই রুবেল গং তাদের দাবিকৃত ১৮ শতক জমি ইতিমধ্যে পেয়ে গেছে তারপরও তারা আবারো জমি দাবি করতেছে। তারা যে কাগজের বলে জমি পায় বলে দাবি করছে সেই কাগজের রেকর্ডে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে তাই আমরা আদালতে মামলা করেছি।
আমার পিতা সোলেমান আহমদসহ অন্যান্য সদস্যরা প্রবাসে থাকার কারণে রুবেল আহমদ গং পেশীশক্তি ব্যবহার করে আমাদের ভুমি জোরপূর্বক দখলে নেয়ার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ঘটনায় প্রতিকার চেয়ে গত ১০ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আমার মাতা লাইলী বেগম রুবেল আহমদ, তার দুই ভাই দুরুদ মিয়া ও সাহেদ মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।
কাওসার আহমদ সানি আরো বলেন, গত রোববার সংবাদ সম্মেলন করে রুবেল আহমদ আমাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্য দিয়ে যে অপপ্রচার করেছেন তার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং রুবেল আহমদ গংদের বিরুদ্ধে মানহানির মামলা করবো। এছাড়া আইনীভাবে আদালত যদি রুবেল গংকে জমি সমজিয়ে দেয় তাহলে আমাদের কোন আপত্তি নেই আমরা জমি দিতে প্রস্তুত। আদালতে যেহেতু বাটোয়ারা মামলা চলমান রয়েছে তাই অহেতুক আমাদের মামলা ও হমকি হয়রানি না করার জন্য প্রশাসন ও সেনাবাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..