শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক উদ্দিনকে বুধবার রাতে গ্রেফতার করেছে। ফয়সল আহমদ চন্ডিনগর গ্রামের মৃত সাহিব আলীর ছেলে ও রফিক উদ্দিন বিছরাবন্দ গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে। শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার এই ৩ আসামিকে আদালতে সোপর্দ করেছে।
এছাড়াও পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহার নামীয় পলাতক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। সে উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দার গ্রামের ময়না মিয়ার ছেলে।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতাসহ তিন আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।