শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : রিয়াল মাদ্রিদের সাথে আসলে হচ্ছেটা কী? এস্পানিওলের বিপক্ষে লা লিগা ম্যাচের পরই রিয়ালের পক্ষ থেকে রেফারিং নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর লস ব্ল্যাঙ্কসরা আরও ৪টি ম্যাচ খেলেছে। যার মধ্যে দুটি লা লিগায় এবং একটি করে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগে। প্রতি ম্যাচেই কিছু না কিছু সিদ্ধান্ত মাদ্রিদের অভিজাতদের বিপক্ষে গিয়েছে। তবে রিয়াল সমর্থকদের দাবি- ওসাসুনার বিপক্ষে যা ঘটেছে তার ফুটবলীয় ব্যাখ্যা অন্তত নেই। এটা লা লিগা, ফুটবল না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-১ ড্র করেছে রিয়াল মাদ্রিদ। খুইয়েছে ২ পয়েন্ট। ম্যাচের ৩৮ মিনিটে রিয়ালের জুড বেলিংহ্যাম রেফারি মুনুয়েরা মন্তেরোকে কিছু একটা বলেন। এরপরই এই ইংরেজ মিডফিল্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সমস্যার শুরু এখানেই।
বেলিংহ্যাম যখন লাল কার্ড দেখেন, রিয়াল তখন ১-০ ব্যবধানে এগিয়ে। তবে পরে ১০ জনের দল নিয়ে রিয়াল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। লা লিগা পয়েন্ট তালিকায় ২৪ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষস্থানে আছে কার্লো আনচেলত্তির দল। তবে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা সোমবার রাতে রায়ো ভায়াকানের বিপক্ষে জিতেলেই শীর্ষস্থান হারাবে রিয়াল।
এদিকে স্প্যানিশ দৈনিক এএস এর ভাষ্য অনুযায়ী, খেলা শেষে রেফারি প্রতিবেদনে লিখেছেন- বেলিংহ্যাম তাকে ‘ফাক ইউ’ বলেছেন। তবে ম্যাচের পর সংবাদমাধ্যমকে বেলিংহাম স্পষ্ট বলেন, “আমি রেফারির প্রতি সম্মান রেখেই ‘ফাক অফ’ বলেছি।”
বেলিংহাম যা দাবি করছেন, সে অনুযায়ী শব্দটি বিরক্তি প্রকাশে ব্যবহৃত হয়। বাংলায় যার ভাবগত অনুবাদ- বাদ দাও, দূর হও, কিংবা চুপচাপ চলে যাও। অন্যদিকে রেফারি যে শব্দটির কথা লিখেছেন, সেটি গালি বা অপমানসূচক শব্দ হিসেবে ব্যবহার হয়ে থাকে সারা পৃথিবীতে।
বেলিংহ্যামের দাবি, “আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা ভাব প্রকাশ করেছি। একটা ভুল বোঝাবুঝির কারণেই সমস্যা হয়েছে। আমি রেফারিকে অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।”
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল বস আনচেলত্তি বলেন, “আমার মনে হয় না রেফারি বেলিংহ্যামের ইংলিশ বুঝতে পারেছেন। সে (বেলিংহ্যাম) ‘ফাক অফ’ বলেছে, ‘ফাক ইউ’ না।” এরপর এই ইতালিয়ান ম্যানেজার তার ক্ষোভের কথা জানিয়ে বলেন, “(রেফারিং নিয়ে) একটা সমস্যা আছে। সর্বশেষ তিন ম্যাচেই আমাদের সঙ্গে এমন হয়েছে, যা হওয়া উচিত ছিল না।”
লা লিগার কর্তৃপক্ষ এবং রেফারিং নিয়ে মহা বিরক্ত হলেও আনচেলত্তি বেশি কিছু বললেন না। কারণ বেশি বলে ফেললে উল্টো তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, “আমি এর চেয়ে বেশি কিছু বলব না। কারণ, পরের ম্যাচেও ডাগআউটে দাঁড়াতে চাই।”
এত কিছুর পরও কর্তৃপক্ষ যদি রেফারির রিপোর্টের ভিত্তিতে সবকিছু পর্যালোচনা করেন, তাহলে কমপক্ষে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা হবে বেলিংহ্যামের, সর্বোচ্চ ১২ ম্যাচ।