শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : বলিউডের অন্য দম্পতিদের থেকে অনেকটা আলাদা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। চলতি বছর ২৩ জুন বিয়ে করেছেন তারা।
ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবু দীর্ঘ দিনের প্রেমিকের হাত ছাড়েননি সোনাক্ষী। বর্তমানে সুখে সংসার করছেন।
দু’জনের সম্পর্কে শুধু ভালোবাসাই নয়, রয়েছে মিষ্টিমধুর খুনসুটিও। কখনও বিমান থেকে ঝাঁপ দেন একসঙ্গে, কখনও আবার সোনাক্ষীকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দেন। বিয়ের আট মাস পেরিয়েছে, বেশির ভাগ সময়ই স্বামী জাহিরের সঙ্গেই দেখা যায় সোনাক্ষীকে।
যদিও এবার রঙের উৎসবে আলাদা তারা। স্বামীকে ছাড়াই দোল উদ্যাপনের ছবি দিতেই কানাঘুষো শুরু সামাজিকমাধ্যমে। অনেকের প্রশ্ন- তবে বিয়ের মাস কয়েকের মধ্যেই অশান্তি শুরু দম্পতির জীবনে!
ভিন্ন ধর্মে বিয়ে করছেন সোনাক্ষী, তা নিয়ে সিন্হা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে যাননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ। জাহিরকে বিয়ে করে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি না, সেই ব্যাখাও দিতে হয়েছে তাকে। যদিও বার বার সোনাক্ষী জানিয়েছেন, তিনি এবং তার স্বামী একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
যদিও সোনাক্ষীর দোলের ছবিতে জাহিরের অনুপস্থিতি নজর কেড়েছে অনেকের। সাদা পোশাকে গালে হাতে রং মাখা ছবি দিয়ে দোলের শুভেচ্ছা জানাতেই একের পর এক কৌতূহলী প্রশ্ন এসেছে সোনাক্ষীর দিকে। অবশেষে মুখ খুলতে বাধ্য হন নায়িকা। তিনি বলেন,সবাই খুব খুশি থাকুন, দোল খেলুন। আর জাহির আমার সঙ্গে নেই, কারণ আমি ‘জটাধরা’র শুটিং করছি। ও মুম্বাইয়ে রয়েছে। তাই আপনারা শান্ত হোন, নিজেদের মাথায় ঠান্ডা জল ঢালুন।