শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : নতুন প্রজন্মের মডেল ও অভিনেতা শিপন। বর্তমান সময়ে মডেলিং ও অভিনয়ের জন্য ব্যস্ত সময় পার করছেন। এবার ঈদে আসছে শিপনের বেশকিছু মিউজিক ভিডিও। এদের মধ্যে হলো শিল্পী লুইপা ও সালমার কণ্ঠে গাওয়া ‘কি করে বলি’, ‘বোঝাব কি করে আমি তোমার হতে চাই’। গানগুলোর শুটিং হয়েছে কক্সবাজার ও সিলেটের বিভিন্ন লোকেশনে। এতে শিপনের বিপরীতে মডেল হয়েছেন প্রিয়া ও স্নিগ্ধা। গানগুলো ঈদে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
গানের ব্যাপারে শিপন বলেন, গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদি। কারণ গানগুলো এত সুন্দর রোমান্টিক গান, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা খুব পরিশ্রম করে গানের শুটিং করেছি বিভিন্ন লোকেশনে। আমার সাথে যারা মডেল হয়েছেন তারাও খুব মনযোগ সহকারে কাজ করেছে। আমি সব সময় চেষ্টা করি ভালো কাজ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিতে। এবার ঈদের কাজগুলোও দর্শকদের ভালো লাগবে।
প্রসঙ্গ, মডেলিং এর পাশাপাশি উপস্থাপক হিসেবেও শিপনকে দেখা গেছে বিভিন্ন টিভি চ্যানেলে ও স্টেজ প্রোগ্রামে। এবার উপস্থাপক হিসেবে অস্ট্রেলিয়া ও ইউরোপে যাচ্ছেন শিপন।