1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন

  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বয়স আনুমানিক ৬২ বছর ও ৫৮ বছর। তবে তাদের নাম জানা যায়নি। অপরজন হলেন অটোরিকশাচালক (৪২)।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈর বাজারে দিকে যাচ্ছিল। একপর্যায়ে অটোরিকশাটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মেদিআশুলাই এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও স্বামী-স্ত্রী মারা যান।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..