1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রমজানে গাজায় ইসরাইলি বর্বরতা, নিহত ২০০

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : চলমান রমজানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
এতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০০ জনে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরো অনেকেই।
ইসরাইল গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে উত্তর গাজা, গাজা সিটি ও মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার দেইর আল-বালাহ, খান ইউনিস, রাফাহসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।
গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বোমা হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
বিমান হামলার বাইরেও তাদের অভিযান প্রসারিত হবে।
গত ১৯ জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি বর্ধিত করার জন্য কয়েক সপ্তাহের ব্যর্থ প্রচেষ্টার পর ইসরাইলি সেনাবাহিনী গাজায় নিয়মিত ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করে আসছে।
তবে এবারের হামলার মাত্রা অনেক বেশি।
এদিকে হামাস জানিয়েছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি বাতিল করেছে। ফলে গাজায় আটক ৫৯ জন পণবন্দীর ভাগ্য এখনো অনিশ্চিত।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় হামাসকে ’পণবন্দীদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি জানানোয়’ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য অভিযুক্ত করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল এখন থেকে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে হামাসের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..