বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা মৌলভীবাজার জেলার কমলগঞ্জে বদলি করা হয়েছে। গত ১৭জুন সিলেট বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
ফাতেমা-তুজ-জোহরা চলতি বৎসরের ১৪ফেব্র“য়াারি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যােগদান করেন। এদিকে মাধবপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মৌলভীবাজার কমলগঞ্জের ইউএনও আশেকুল হককে বদলি করা হয়েছে। তিনি মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।