শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
প্রনীত রঞ্জন দেবনাথ :: মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামে নিজ বসতঘরের চালার সাথে গলায় রশি দিয়ে সুভাশীষ সিংহ (২৫) নামে এক মণিপুরি যুবক আত্মহত্যা করে। সে উত্তর তিলকপুর গ্রামের রাধামনি সিংহের ছেলে। সোমবার ভোর ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। সকাল ৯টায় ছেলে ঘরের চালার সাথে ঝুলতে দেখে বাবা রাধামনি সিংহ দ্রুত নামিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়া লাশের শেষ কৃত্য সম্পন্ন করতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবরে আবেদন করেছে পরিবার সদস্যরা। সেখান থেকে অনুমতি আসলে পরে লাশটির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।