1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কাবুল বিমানবন্দরে কুকুর রেখে যাওয়ার কথা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রর

  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তান থেকে ওয়াশিংটনের চূড়ান্ত প্রত্যাহার চলাকালে মার্কিন সামরিক ব্যক্তিবর্গ তাদের কুকুর কাবুল বিমানবন্দরে রেখে গেছেন এমন কথা মঙ্গলবার অস্বীকার করেছে পেন্টাগন।

পেন্টাগন মুখপাত্র জন কির্বি টুইটার বার্তায় বলেন, ‘ভ্রান্ত খবর সংশোধন করে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী সামরিক কাজে ব্যবহার করা কুকুরসহ কুকুরের কোনো খাঁচা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফেলে আসেনি।’

ওই টুইটার বার্তায় কির্বি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ফটোগ্রাফে আফগানিস্তানের একটি পশু আশ্রয়কেন্দ্রে যেসব কুকুর দেখা যাচ্ছে সেগুলো মার্কিন সামরিক বাহিনীর দায়িত্বে থাকা কুকুর না।’

দেশের ‘অভ্যন্তরীণ সূত্রের’ বরাত দিয়ে পশু অধিকার রক্ষা গ্রুপ পেটা (পিইটিএ) জানায়, ৬০টি বোম-¯œাইফিং কুকুর এবং অন্যান্য কাজে ব্যবহার করা আরো ৬০টি কুকুর ফেলে যাওয়া হয়েছে। এসব প্রাণী পর্যাপ্ত খাবার বা পানির অভাবে চরম কষ্ট ভোগ করছে।

এ গ্রুপের এক বিবৃতিতে ‘পেটা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন জানিয়েছে।’

এ গ্রুপ আরও জানায়, আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া আমেরিকার পরিবারের অধিকারে থাকা কয়েক ডজন পোষা প্রাণীর ব্যাপারেও তারা উদ্বিগ্ন।

তারা জানায়, ‘এসব প্রাণী রাস্তায় ছেড়ে দিলে সেগুলোর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..