1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি :: আগামীকাল রবিবার ৩য় ধাপের ইউপি নির্বাচনে কুলাউড়ার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ভোটের দিন ২৮ নভেম্বর রোববার সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো: আহসান ইকবাল।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে ২৭ নভেম্বর শনিবার সকাল থেকে স্বচ্ছ ভোটের বাক্স, সিলমোহর, অমোচনিয় কালিসহ অন্যান্য আনুসাঙ্গিক সামগ্রী প্রতিটি কেন্দ্রে পাঠানো হবে। নির্বাচন কমিশনের নির্দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ভোটের দিন ২৮ নভেম্বর সকাল ছয়টায় কড়া নিরাপত্তায় দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে যাবেন।
তিনি আরও জানান, রাতের অন্ধকারে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা ঠেকাতে এই ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আশা করছি সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, নারী ইউপি সদস্য পদে ১৬১ এবং সাধারণ ইউপি সদস্য পদে ৪৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..