শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ইরানে ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য করোনাভাইরাসের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়। তবে শিশুদের টিকা দেওয়ার আগে এ ব্যাপারে তাদের মা-বাবার অনুমতি নিতে হবে। তাদের সম্মতি পেলেই কেবল শিশুদের টিকার দেওয়া যাবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হাশেমি শনিবার সাংবাদিকদের জানান, ন্যাশনাল অ্যান্টি করোনাভাইরাস হেডকোয়ার্টার ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়ার অনুমতি দিয়েছে।
তেহরানের গভর্নর মোহসেন মনসুরি বলেন, শিশুরা ‘স্বেচ্ছায়’ এবং তাদের ‘মা-বাবার সম্মতি’র ভিত্তিতেই টিকা নেবে।
তিনি বলেন, টিকার ধরন এবং ডোজ সংখ্যা করোনাবিরোধী বৈজ্ঞানিক কমিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, তেহরান এবং অন্যান্য বড় শহরগুলোয় ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে করোনা সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধির মধ্যেই শিশুদের টিকা দেওয়ার এ ঘোষণা এলো।
শিশুদের টিকাদানের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানে করোনা টাস্কফোর্সের প্রধান ডা. আলিরেজা জালি।