1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ফের ভয়াবহ দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ফের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দক্ষিণাঞ্চলে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ২ শতাধিক কর্মী।

গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের লাগুনা বিচ এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। এতে দাবানলের কাছে থাকা বাড়িঘর ছেড়ে যান কয়েকশ বাসিন্দা। বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। দেশটি এক স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, দেড়শ একরের বেশি এলাকায় দাবানলটি ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে বেশ কিছু ভবন। আগুন নেভাতে কাজ করছেন দমকলবাহিনীর ২ শতাধিক কর্মী। দ্রুত তা নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এদিকে দাবানল ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। অন্যদিকে, আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ করিয়েন্টসেও দাবানলের কারণে অন্তত ৩ লাখ ৩০ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য গাছপালা, বাড়িঘর। এমনকি হুমকির মুখে পড়েছে দেশটির জাতীয় পার্কও। প্রাণহাণির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..