শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার (১২ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৮ জনসহ মোট ৮৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৮ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শতকরা ১৮ ভাগ।