1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৃত্যুর ২২ দিন পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নরসিংদীতে পিতার অভিযোগের ভিত্তিতে মৃত্যুর ২২ দিন পর সাফাত সালমান নূর নামে ১ বৎসর ৩ মাস বয়সী শিশুর মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাকের উপস্থিতিতে নরসিংদীর মাধবদী থানাধীন বৈলাইন এলাকা থেকে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে এ মরদেহ উত্তোলন করা হয়।

এ ব্যাপারে নিহতের পিতা শাহাদাত হোসেন গত ১৭ই ফেব্রুয়াারি নিহত শিশুর মা বৃষ্টি আক্তার (২২)কে আসামি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের জন্য নিহত শিশুর মরদেহ উত্তোলন করা হয়। এ ঘটনায় নিহতের মা বৃষ্টি আক্তারকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর পিতার অভিযোগের ভিত্তিতে জানা যায়, মাধবদী থানাধীন বৈলাইন এলাকার মো: নবাব উদ্দিনের ছেলে মো: শাহাদাত হোসেনের সহিত রূপগঞ্জের চারিতালুক চৌধুরীবাড়ি এলাকার শফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি আক্তার (২২) এর প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর বিগত ১ বৎসর ৩ মাস পূর্বে তাদের কোল আলোকিত করে সাফাত সালমান নূর নামে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করে।

সম্প্রতি কিছুদিন পূর্বে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে বৃষ্টি অজ্ঞাত এক যুবকের প্রেমে পড়ে বাড়ি থেকে চলে গিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেয়।

গত ২রা ফেব্রুয়ারি শাহাদাত মোবাইল ফোনে তার শ্বশুর বাড়িতে থেকে সন্তানের মৃত্যুর সংবাদ পায়। পরবর্তীতে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে কথিত প্রেমিকের সাথে তার ছেলেকে হত্যার পরিকল্পনা জানতে পেরে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে নিহত শিশু সাফাত সালমান নূরের (১ বৎসর ৩ মাস) মরদেহ উত্তোলন করা হয়।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..