শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ইনিংসে শুরুতেই ধাক্কা দিয়েছেন ফজলহক ফারুকি। আফগানিস্তানের এ পেইসার শুরুতে ফিরিয়েছেন টাইগার ওপেনার নাঈম শেখকে।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ফারুকির বলে এলবিডব্লিউ হন নাঈম। প্রথমে আম্পায়ার আউট না দিলেও ডিআরএস ব্যবহার করে আউট দেন।
২ রান করে আউট হন নাঈম। আর বাংলাদেশের সংগ্রহ তখন ১০।
এ ম্যাচে অভিষেক ঘটেছে মুনিম শাহরিয়ারের। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর সুবাদে টি-টোয়েন্টি দলে ডাক পড়ে মারকুটে এই ব্যাটারের। একই সঙ্গে অভিষেক হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বির।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে অভিষিক্ত হন তিনি।
এই প্রথম আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।