সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : রুশ আগ্রাসনের মুখে ১৭ লাখের বেশি ইউক্রেনীয় মধ্য ইউরোপে পাড়ি দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা। সোমবার সংস্থাটি জানায় সীমান্ত পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে আরও হাজার হাজার মানুষ।
মধ্য ইউরোপে সবচেয়ে বেশি ইউক্রেনীয় জনগোষ্ঠী রয়েছে পোল্যান্ডে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর পোল্যান্ডে পাড়ি দিয়েছে ১০ লাখ ইউক্রেনীয় শরণার্থী। গত রবিবার রাতে এই মাইলফলক পার হয়।
রবিবার রাতে পোল্যান্ডের সীমান্ত রক্ষাকারী বাহিনীর এক টুইট বার্তায় বলা হয়, ‘এটা লাখ লাখ মানুষের দুর্ভোগ, যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ নিজ বাড়ি থেকে নির্বাসিত হয়েছে।’
ইউএনএইচসিআর জানিয়েছে, এখন পর্যন্ত ১৭ লাখ ৩৫ হাজার ৬৮ জন বেসামরিক সীমান্ত পাড়ি দিয়ে মধ্য ইউরোপে প্রবেশ করেছে। সংস্থাটি জানায় এসব বেসামরিকের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধ চালিয়ে যেতে পুরুষেরা বাড়িতেই থেকে গেছেন।
রুশ বাহিনীর বোমাবর্ষণ চলতে থাকলে ৫০ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী ইউরোপীয় ইউনিয়নকে প্রত্যক্ষ করতে হতে পারে বলে সতর্ক করেছে জোটটির শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল। বেশ কিছু ইউক্রেনীয় শরণার্থী ইতোমধ্যে মধ্য ইউরোপ পাড়ি দিয়ে পশ্চিমে অগ্রসর হচ্ছে।