শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : নেত্রকোনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক হলেন তারেক মিয়া (৩৫)। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ি গ্রামের আজিজ বেপারীর ছেলে। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বিকল ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।