মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক :: ইসরায়েলের তেল আবিবের কেন্দ্রে একটি রেস্তোরায় বন্ধুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে জনবহুল বারটিতে হামলার পর পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বন্ধুকধারী। খবর মিডল ইস্ট আই-এর।
পুলিশ বলেছে যে এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। ইসরায়েল-ফিলিস্তিনি চলমান উত্তেজনায় তিন সপ্তাহেরও কম সময়ে এটি ইসরায়েলে চতুর্থ হামলার ঘটনা।
হামাস এ হামলার ঘটনায় প্রশংসা করেছে তবে হামলার দায় স্বীকার করেনি।
হামলার পর সন্দেহভাজন বন্দুকধারীকে ধরতে শত শত ইসরায়েলি পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ বাহিনী মধ্য তেল আবিবে ব্যাপক অভিযান চালিয়েছে।
তেল আবিব পুলিশের কমান্ডার আমিচাই এশেল জানান, বন্দুকধারী রাত ৯টার দিকে বরাটিতে চালায়। তারপর পালিয়ে যায়।
তিনি সাংবাদিকদের বলেন, আমাদের অনুমান হামলাকারী আশেপাশেই আছেন।
ইসরায়েলের একটি জরুরি পরিষেবা জানিয়েছে, ৩০ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বৃহস্পতিবার গভীর রাতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং তেল আবিবে নিরাপত্তা জোরদারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।