বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেটে পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে প্রতিটি মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। শুক্রবার (৮ এপ্রিল) জুমার নামাজের সময় নগরীর শাহজালাল দরগাহসহ বিভিন্ন মসজিদে এমন দৃশ্য দেখা যায়।
এর আগে, প্রতিটি মসজিদে রমজানের প্রথম জুমা উপলক্ষে বিশেষ বয়ান করা হয়। অনেক মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় রাস্তায় চলে আসে নামাজের কাতার। প্রতিটি মসজিদে নামাজের পর মুনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। এসময় মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তারা।
দরগাহ মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি আজমল হোসেন বলেন, জুমার নামাজ শেষে মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। যেন তিনি আমাদের সব পাপ থেকে দূরে রাখেন। এছাড়া ভয়াবহ করোনাভাইরাস দিয়ে যেন আমাদের কঠিন সময় না দেন।