1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দুর্বৃত্তদের কোপে কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৩১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: কুষ্টিয়ার কুমারখালীতে দুর্বৃত্তদের হাঁসুয়ার কোপে কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্ন হয়েছে।

উপজেলার বাঁশগ্রামে বংশীতলা ব্রিজ এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কবজি বিচ্ছিন্ন হওয়া ওই শিক্ষকের নাম তোফাজ্জেল হোসেন। তিনি বাঁশগ্রামের বাসিন্দা এবং বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বেলা ২টার দিকে তোফাজ্জেল বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে বংশীতলা ব্রিজের কাছে ওত পেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে।

হাঁসুয়া দিয়ে কোপ দিলে তার কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসক আশরাফুল আলম বলেন, ‘ওই শিক্ষককে ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন। আমরা তার বিচ্ছিন্ন কবজি জোড়া লাগানোর চেষ্টা করছি।’

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘গ্রামে রফিকুলের দুই স্ত্রী সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। এ নিয়ে সালিশে গ্রাম্য মাতব্বর ওই শিক্ষক প্রথম পক্ষের সন্তানদের পক্ষে রায় দিলে ক্ষুব্ধ হয় অন্যপক্ষ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।’

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..