শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় পর এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর বিচারকমন্ডলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার ও বিদ্যালয়ের এই স্বীকৃতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে বিদ্যালয়ের পড়ালেখার মান আরও বৃদ্ধিতে তিনি সচেষ্ট থাকবেন।