মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সোহেল আহমদ: মৌলভীবাজার সদর উপজেলা বাস-মিনিবাস সিএনজি ষ্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে। অাজ শনিবার সকালে শহরতলীর কুলাউড়া সড়তকর চাঁদনীঘাট বাসস্ঠেন্ড এলাকায় ষ্ট্যান্ড উদ্বোধন করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলা নিবাহী কর্মকর্তা সাবরীনা রহমান বাধনের সভাপতিত্বে ও চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আখতার উদ্দিন আহমদের পরিচালনায় উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-রাজনগর- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা শামচ্ছুদ্দিন ছানু প্রমুখ । এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে গন্যমাণ্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।