বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচন উপলক্ষে ড. মুবিন-জালাল- জসিম-দেলোয়ার প্যানেলের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ১১ জুন মৌলভীবাজার পৌর মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক বলাই এর সঞ্চালনায় মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স রুমে ড. মুবিন-জালাল এ্যাড.জসিম-দেলোয়ার প্যানেলের প্রার্থীরা মত বিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রবীন আইনজীবি, সাংবাদিক ও কলামিষ্ট মুজিবুর রহমান মুজিব, মায়া ওয়াহিদ,ড. মুবিন-জালাল- এ্যাড.জসিম-দেলোয়ার প্যানেলের সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রার্থী মো. দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদ মম, সাইফুর রহমান বাবুল, আজমল হোসেন প্রমুখ। বক্তারা সিলেট বিভাগের উন্নয়নের জন্য জালালাবাদ এসোসিয়েশন অতিথে কাজ করে গেছে এবং আগামীতেও কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। এছাড়াও মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সর্বাতœক ভাবে কাজ করবেন বলে জানান।