মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ: কাতার ভালো বেতনে চাকুরীর নামে প্রতারণা করে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ায় নিল মণি মালাকারকে ১ বছরের সাজা অনাদায়ে ১ মাসের জেল ও ৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছে আদালত। গত ৮ জুন বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের মুসা হেলাল উদ্দিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের মৃত কুল চন্দ্র মালাকারের ছেলে নিল মণি মালাকার । জানা যায়, কাতার ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের নতুনপাড়া এলাকার মৃত হরিবল চন্দ্র দাসের ছেলে বিধান চন্দ্র দাসের কাছ থেকে সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নিল মণি মালাকার নামে এক ব্যক্তি। দু’দফায় সোনালী ব্যাংক ও ষ্ট্যাম্পের মাধ্যমে উক্ত টাকা নিল মণি মালাকার গ্রহন করেন। কিন্তু তিনি ভিসা না দিয়ে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে উপায়ন্তর না পেয়ে বিধান চন্দ্র দাস প্রতারণার দায়ে তার বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালতে স্বাক্ষ্য প্রমাণ শেষে প্রতারণার সত্যতা পাওয়ায় নিল মণি মালাকারের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করেন। এবং অনাদায়ে এক জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।