বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আজ ১২ জুন ২০২২ খ্রিঃ রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী ও বর্ণিল রোড শো মৌলভীবাজার শহর প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান, পুলিশ সুপার, মৌলভীবাজার, প্রশাসক, জেলা পরিষদ মৌলভীবাজার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেয়র, মৌলভীবাজার পৌরসভা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ মৌলভীবাজার সদর সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক- ছাত্রছাত্রীবৃন্দ।
রোড শো তে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের প্রত্যেকটি নিয়ে বর্ণিল সাজে সজ্জিত ১০ টি ট্রাক মৌলভীবাজার জেলা শহর প্রদক্ষিণ করে।