বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: মাল্টিপারপারস কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী মিসেস ফারাহ দীবা মানিলন্ডারিং আইনের মামলায় আত্মসমর্পণ করেছেন। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই মামলায় আট বছর সাজা হয়েছিল ফারাহ দীবার। রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফারাহ দীবা। পরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন
এদিনে ফারাহ দীবার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন। গত ১২ মে এ মামলায় রফিকুল আমিনকে ১২ বছর, তার স্ত্রী মিসেস ফারাহ দীবাকে ৮ বছরসহ আরও ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন একই আদালত। পাশাপাশি আসামিদের দুই হাজার ৩০০ কোটি টাকা অর্থদণ্ড করা হয়।
মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন বলে মামলা সূত্রে জানা যায়।