বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ঐতিয্যবাহী পীরেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টায় ভিতর বাজার সরকারী সেট ঘরে এ শপথ গ্রহন হয়।
পীরেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি ও কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তারেক আহমদের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা ওয়াদুদ বক্স, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।
বক্তব্য রাখেন- লাল মিয়া, আমজদ আলী, ইউপি সদস্য রাজা মিয়া, মো, হারুনুর রসিদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চৌধুরী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- মাওলানা শামসুদ্দিন আহমদ, কারুল হাসান সাজু, আক্কাস আলী আকাশ, উস্তার আলী ও কবির আহমদ।