শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথেই হাঁটছে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। কদিন আগে রোনালদো তো বলেই দিয়েছেন ছেলের সঙ্গে খেলার স্বপ্ন দেখছেন তিনি। গতকাল ছেলের জন্মদিনে তাকে সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন রোনালদো।
গতকাল ১২ বছর বয়সে পা দিয়েছে রোনালদোর বড় ছেলে জুনিয়র ক্রিস্টিয়ানো। জন্মদিনে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন পর্তুগিজ মহাতারকা। ছবিতে দেখা যায় রোনালদো ঘুমাচ্ছেন আর পাশের আসনে তাঁর ছেলে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন পুত্র। সময় কীভাবে চলে যায়? আমরা কি এখন একসঙ্গে খেলব? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি একটি বিশাল হৃদয় নিয়ে বেড়ে উঠছ। তোমার জন্য শুভকামনা। বাবা তোমাকে অনেক ভালোবাসে।’
ক্রিস্টিয়ানো জুনিয়রসহ রোনালদোর ছেলে দুটি। আর মেয়ে ৩টি। সবমিলিয়ে রোনালদো-জর্জিনার সুখের সংসারে ৫ ছেলেমেয়ে। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের সৌজন্যে পুরো পরিবারের ছবি দেখা যায়। আর রোনালদোও মাঠ আর অনুশীলনের বাইরে বাকি সময় পরিবারের সঙ্গে কাটান। এই মুহূর্তেও ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল না থাকায় পরিবারকে সময় দিচ্ছেন ম্যানইউ তারকা।