মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: স্টাফ রিপোর্টার: গত কয়েক দিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মনু নদী পানিতে বন্যা আতংক বিরাজ করছে শহরবাসীর মাজে। অপরদিকে নদীর তীরে অপরিকল্পিতভাবে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু নদীর বাধের ভেতরে গড়ে উঠা জননেত্রী অসহায় মানুষের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া আশ্রয়ণ প্রকল্পের ৪১টি ঘরে পানি প্রবেশ করেছে। যে কোন মুহুর্থে তলিয়ে যাওয়ার শংকা দেখা দিয়েছে। গত রোববার রাতে এসব ঘরে পানি প্রবেশ করে বলে জানান ভুক্তভোগীরা। আজ সোমবার টানা বৃষ্টি ও উজানের পানি নদী বিপদ সীমার উপড় দিয়ে প্রবাহিত হওয়ায় কোমরের উপরে উঠে যাওয়ায় শিশু, বৃদ্ধ, নারী সবাই পাশ্ববতী মনু নদীর প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। রাতেই সব ঘরের লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যান। কিন্তুু প্রশ্ন দেখা দিয়েছে যারা নদীর বাধের ভেতর প্রধান মন্ত্রী উপহাড়ের ঘরের স্থানের পরিকল্পনা করেছেন তারা ভেস্তে যাওয়ার জন্যই কি করেছেন এলাকাবাসীর প্রশ্ন। সুশীল সমাজ বলেন- নদীর প্রতিরক্ষা বাঁধের ভেতর অংশে এধরণের একটি আশ্রয়ণ প্রকল্প করাও সঠিক সিদ্ধান্ত ছিলোনা। গরীবের জন্য প্রধান মন্ত্রীর উপহারের ঘর নিয়ে যারা হুলি খেলা করেছেন তাদের বিচারের আওতায় এনে ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সতচতন সমাজ। তারা আরো বলেন- যারা এই নিল নকশা করে প্রধান মন্ত্রীর দেয়া ঘর নিয়ে করেছেন তাদের জবাবদিহী করার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
এদিকে বন্যা আক্রান্তদের জন্য এখনো কোন ত্রাণ সামগ্রী কেউ দেয়নি। ইতিমধ্যে সদর উপজেলার চাদনীঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এলাকা পরিদর্শন করেছেন। তবে কোন সহযোগিতা কেউ করেনি বলে জানিয়েছেন, ভূক্তভোগীরা। আজ সোমবার বেলা ১২টার দিকে ইউপি চেয়ারম্যান সরেজমিন গিয়ে দুর্ভোগে পড়া লোকজনকে পাশ্ববর্তী মাদ্রাসায় স্থানান্তরিত করার ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে।