সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় বন্যার্ত নারী ও শিশুদের জন্য আ.লীগ নেতা সাদরুলের ব্যতিক্রমী উদ্যোগ
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্ত নারী ও শিশু স্বাস্থ্যসেবার লক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আব্দুল লতিফ খান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশ্রয়কেন্দ্র ও জলাবদ্ধ গ্রামে মহিলাদের প্রয়োজনীয় ঔষধ, তৈরী কাপড়, শিশু খাদ্য ইত্যাদি এ ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ করা হয়।
‘উই ফর স্ট্রীট চিল্ড্রেন’ এর স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় প্রতিদিনই লতিফ খান ফাউন্ডেশনের এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্তদের প্রয়োজনীয় ঔষধ, তৈরী কাপড়, শিশু খাদ্য ইত্যাদি পৌঁছে দেন উই ফর স্ট্রীট চিল্ড্রেনের সদস্য কেয়া, ইকফাত কলি, সাদিয়া, রেবিনা, সানি, হেলাল, আদিল প্রমুখ।
ফাউন্ডেশনের ট্রাস্টি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান জানান, যেকোনো দুর্যোগে মহিলা ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। বন্যার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নারীদের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় উপকরণ ও শিশু খাদ্যের ঘাটতি উপলব্ধি করা যায়। তাই তাদের কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয় হয়েছে।
বন্যাকবলিত এলাকায় প্রতিদিনই লতিফ খান ফাউন্ডেশনের এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাকবলিত এলাকায় লতিফ খান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।