রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
কে এম সাইদুল ইসলাম: রাজনগর থানা পুলিশের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাদ্য বিতরন করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) ২নং উত্তরভাগ ইউনিয়নের কালার বাজার কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দূর্গত আশ্রয় নেয়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। এসময় আশ্রয় নেওয়া দূর্গত মানুষের সাথে খাবার গ্রহন করেন রাজনগর থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম, ওসি (তদন্ত) রতন দেবনাথ, এস আই কামাল আহমদ, এস, আই, তোফায়েল আহমদ, এস আই মোশারফ হোসেন, এ এস আই জিলানী কনস্টেবল গন, উত্তরভাগ ইউনিয়ন চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার(চঞ্চল), উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি রেজাউল করিম সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল গনি, নলুয়ার মুখ কালার বাজার বনিক সমিতির সভাপতি ডাক্তার আব্দুল আলীম ও বিভিন্ন রাজনৈতি ব্যাক্তিবর্গ। এসময় স্কুলে আশ্রয় নেয়া মানুষ ছাড়াও আশ পাশের বন্যা কবলিত মানুষকে রান্না করা খাবার বিতরন করা হয়।