1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কারাবাখের কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৪৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান বুধবার জানিয়েছে, তারা বিতর্কিত নগোর্নো-কারাবাখ অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। নতুন করে ছড়িয়ে পড়া এ সহিংসতা চলাকালে তিন সৈন্য নিহত হন।

আজারবাইজানের সেনাবাহিনী জানায়, তারা আজারবাইজান ভূখন্ডে আর্মেনিয়ার অবৈধ সশস্ত্র গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিশোধ নিতে এ অভিযান চালায়। সেখানে এ অভিযান চলাকালে আজারি এক সৈন্য প্রাণ হারান বলে দাবি করা হয়।

চিরশত্রু দেশ আর্মেনিয়া ও আজারবাইজান এ পর্যন্ত পরস্পরের বিরুদ্ধে দুই দফা যুদ্ধে লিপ্ত হয়েছে। আর্মেনিয়া জনসংখ্যা অধ্যুষিত আজারবাইজানের নগোর্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে ১৯৯০-এর দশকে এবং ২০২০ সালে আরেকবার তাদের মধ্যে যুদ্ধ বাধে। নাগোর্নো কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। ২০২০ সালের শরৎকালে ছয় সপ্তাহের যুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয় বলে দাবি করা হয়। পরে রাশিয়ার মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে এ যুদ্ধের অবসান ঘটে।

আর্মেনিয়া দশকের পর দশক ধরে তাদের নিয়ন্ত্রণে থাকা বিস্তৃত ভূখন্ড পরিত্যাগ করলেও অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও সেখানে ধারাবাহিকভাবে উত্তেজনা বিরাজ করতে দেখা যাচ্ছে। রাশিয়া ভঙ্গুর এ অস্ত্রবিরতি দেখভালে এ অঞ্চলে প্রায় দুই হাজার শান্তিরক্ষী মোতায়েন করেছে।

বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কারাবাখ সেনারা তাদের প্রধান লক্ষ্য লাচিন জেলার আজারবাইজানি সেনা অবস্থানে হামলা চালায়। ওই হামলায় আজারবাইজানি এক সৈন্য নিহত হন। জেলাটি রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে।
খবর এএফপি

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..