1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বেনজেমার মাইলফলকের দিনে সুপার কাপের শিরোপা রিয়ালের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২১৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : মৌসুমের প্রথম শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব আইনত্রাখত ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। এ ম্যাচে এক গোল করে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলের তালিকায় দুই নম্বরে ওঠে এলেন করিম বেনজেমা।

যেখানে শেষ সেখান থেকেই নতুন শুরু রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের পর উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো লস ব্লাঙ্কোরা।

ফিনল্যান্ডের হেলসিংকিতে শুরুটা ছিলো ফ্রাঙ্কফুর্টের। দাইচি কামাদার সামনে সুযোগ ছিলো দলকে লিড এনে দেবার তবে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন থিবো কোর্তোয়া।

এরপর ম্যাচের পুরোটা জুড়ে রিয়ালের আধিপত্য। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক শট গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইন থেকে রুখে দেন ফ্রঙ্কফুর্টের ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতা।

৩৭ মিনিটে ভিনিসিয়ুসকে আরও একবার হতাশ করেন কেভিন ট্র্যাপ। তবে সেই আক্রমণ থেকে পাওয়া কর্ণারকে কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন ডেভিড আলাবা।

বিরতির পর আরও আক্রমণাত্মক মাদ্রিদের জায়ান্টরা। ৬৫ মিনিটে ভিনিসিয়ুস-বেনজেমার ম্যাজিক। বা দিক থেকে ভিনিসিয়ুসের পাসকে গোলে রূপ দিতে ভুল করেননি ফরাসি স্ট্রাইকার। রিয়ালের জার্সিতে বেনজেমার ৩২৪তম গোল। ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাউল গঞ্জালেসকে পেছনে ফেললেন তিনি। বেনজেমার ওপরে এখন কেবল ৪৫০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোববার আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে নামবে রিয়াল মাদ্রিদ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..