মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্ট : স্কলার্সহোম, শিবগঞ্জ, সিলেট শাখায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে ১১ই আগষ্ট ২০২২ ইং, রোজ বৃহস্পতিবার, বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ১৭ টি প্রকল্প উপস্থাপন করে যেমনঃ বৈশ্বিক উষ্ণতা রোধ, উইন্ড মিল, সালোকসংশ্লেষণ ও খাদ্য – শৃঙ্খলা মডেল, সৌর বিদ্যুতের শহর প্রভৃতি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্টের নানা দিক নিয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। সকল ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠানটিতে সকল শিক্ষকেরা আন্তরিক সহযোগিতা করেন। এতে অনুষ্ঠানটি আরো প্রানবন্ত হয়ে ওঠে।