বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে ও ব্র্যাক এর পরিচালনায় মৌলভীবাজার সদর উপজেলা সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১১আগষ্ট) বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা নিবাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাধন এর সভাপতিত্বে এবং ব্যাক রোড় সেফটির ব্যাবস্থাপক এ,কে,এম, খায়রুজ্জামান এর পরিচালনায় কর্মশালায় কর্মশালায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য মৌলভীবাজার বাস মালিক সমিতির চেয়ারম্যান আব্দুর রশিদ, হোসেন,সদর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকৌশলী মো: আলমগীর চৌধুরী, সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মশিউর রহমান,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা কোঅডিনেটর এলিমেন্ট হাজং,ফিল্ড কমিউনিকেটর, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিভিশনাল কোঅডিনেটর হাসান আলী প্রমুথ। কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালাটি পরিচালনা ও তথ্য উপস্থাপন করেন, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষক মতিউর রহমান। সকলের আলোচনার ভিত্তিতে সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ে একটি কর্মপরিল্পনা গ্রহন করা হয়। সদর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্যরা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় অংশ গ্রহন করে। ।