শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: স্কলার্সহোম শিবগঞ্জ শাখা প্রতিনিয়ত শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধির জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকে আয়োজিত হয় “বক্তৃতা ” প্রতিযোগিতা। বিদ্যালয়ের শিক্ষক মিস মাম্পী কপালি – এর সঞ্চালনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি পূর্ণতা লাভ করে। বিচারকমণ্ডলীর দ্বায়িত্বে ছিলেন বিদ্যালয়েরই শিক্ষক মিস তাসফিয়া, মিস রীপা এবং মিস শশী। প্রতিযোগিতাটি মূলতঃ দুটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত বক্তৃতায় অংশগ্রহণ করে এবং দ্বিতীয় পর্বে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে। অধ্যক্ষ জনাব প্রাণবন্ধু বিশ্বাস – এর অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে আজকের আয়োজনের সমাপ্তি ঘটে।