শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারে জেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৪টি এবং ৪র্থ পর্যায়ের ৮৮০ টি সহ মোট ১০০৪ টি গৃহের চাবি ও কাগজপত্র উপকার ভোগিদের মধ্যে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন একইসঙ্গে রাজনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে ভার্চুয়ালি উদ্বাধনী অনুষ্ঠানে উপস্থ্তি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিন, সদর উপজেলা ভূমি অফিসার সাদিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান সহ উকারভোগি।
উল্লেখ্য জেলায় মোট ১০০৪ টি গৃহের মধ্যে সদর উপজেলায় ১৬৭ টি, রাজনগর উপজেলায় ১৫৪ টি, কুলাউড়া উপজেলায় ৬৪ টি, জুড়ী উপজেলায় ১৬২ টি, বড়লেখা উপজেলায় ১০৯ টি, কমলগঞ্জ উপজেলায় ২০০ টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮ টি গৃহ রয়েছে।