শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট বাবু মঞ্জু লাল দেবনাথ স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩জুন দুপুওে মৌলভীবজার জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ে প্রয়াত বিজ্ঞ এই আইনজীবী স্মরণে শোক সভার আয়োজন করেছে জেলা কর আইনজীবী সমিতি।
এডভোকেট নিলিমেষ ঘোষ বুলুর সঞ্চালনায় শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক মৌলভীবাজার পৌরসভার জননন্দিত পৌর মেয়র ও জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড. ফয়জুল করিম ময়ূন।
সভার শুরুতে প্রয়াত এ আইনজীবী স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক সভায় প্রয়াত এড. বাবু মঞ্জু লাল দেবনাথ এর কর্মময় বন্যাঢ্য জীবনের নানা সাফল্যের দিক তুলে ধরে বক্তব্য রাখেন, কর সার্কেলের সহকারী কর কমিশনার মিজানুর রহমান, সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মাহমুদুর রহমান, এড. মঈনুর রহমান মগনু, এড. আশরাফুল ইসলাম, এড.মকবুল হোসেন, এড. আবু বকর, এড. মির্জা ছয়েফ উদ্দিন বেগ, এড. আবু রেজা সিদ্দিকী ইমন ও এড. রায়হান আনসারী প্রমুখ।