রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বানেশ্রী (নতুন ব্রিজ) এলাকায় পল্লীবিদুৎ সমিতির বিদ্ৎু লাইনে কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে সুহেল রানা নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হলেন, শাহীন মিয়া(২০), শরিফুল ইসলাম(২৩), জহিরুল মিয়া(২০), আনয়োরুল(২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার(১২ জুন) সকাল ১১ টার নতুন ব্রিজ এলাকায় মৌলভীবাজার পল্লীবিদুৎ সমিতির লাইনে ১৪ জন বিদ্যুত কর্মীরা কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। খুঁটিতে বৈদুতিক তার পাল্টানোর কাজে ৭ জন খুঁটির উপরে ও ৭ জন বৈদুতিক তার টানার কাজে নীচে ছিলেন। এসময় হঠাৎ করে একই খঁটির উপরে বিদ্যুৎ চালু লাইনে একটি তার পড়ে গেলে নীচে থাকা ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সুহেল রানা(২৭) নামের এক জনকে মৃত ঘোষনা করেন। স্থানীয়দের অভিযোগ বিদ্যূৎ কর্মীদের কাজের সময় কোন সুরক্ষা ব্যবস্থা ছিলনা। মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত গোলাম মূর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত বিদ্যুৎ কর্মীর বাড়ি দিনাজপুর জেলায়।