রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে সিলেট বিভাগীয় আয়কর আইনজীবী সমন্বয় পরিষদের সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ১২ জুন মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মাহমুদুর রহমান এর সভাপতিত্বে সভাটি অনুষ্টিত হয়। অনুষ্টানটি সঞ্চালনা করেন সমন্বয় পরিষদের সদস্য সচিব মো: আবুল ফজলে। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, ফয়জুল করিম ময়ুন সভাপতি মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতি, এডভোকেট আশরাফুল ইসলাম, এডভোকেট মকবুল হোসেন, এডভোকেট মগনু মিয়া, এডভোকেট বদরুল হোসেন চৌধূরী, কর আইনজীবী বদরুল হোসেন, সিলেট কর আইনজীবী সমিতির পক্ষে সহ সভাপতি সিরাজুল হোসেন, মাহমুদ আলী খোকন, এডভোকেট স্বজল কুমার রায়, হবিগঞ্জ কর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন, সিলেট বিভাগের বিভিন্ন কর সার্কেলে বিভিন্ন ভাবে করদাতা হয়রানি এবং কর পেশায় নিয়োজিত আইনজীবীদের পেশা গত সমস্যাদি সমাধানের জন্য সিলেট বিভাগের চারটি কর আইনজীবী সমিতিকে এবং সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদকে আরো জোরালো ভূমিকা রেখে কর কর্তৃপক্ষের সাথে আলোচনার ও সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতি জোর দাবী জানান।