সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবীতে মানববন্ধন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার দুপুরে শহরের চৌমুহনা চত্তরের এ মানববন্ধনে শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহন করেন।
যুবরাজ দেববর্মার সঞ্চালনায় এবং প্রবীর দেববর্মার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রভাষক জলি পাল, এডভোকেট আবুল হাসান, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সমাজকর্মী তাপস দাশ, পরিবেশ কর্মী প্রীতম দাশ, শিক্ষার্থী আরিফ হোসেন, মাহমুদা আক্তার, স্বাধীন দেব, রুপা রায়, আলী আজাদ ও অভিভাবকবৃন্দ।
এসময় তারা ছাত্রছাত্রীদের অনিশ্চিত শিক্ষা জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করা হয়।