1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মানারিনোকে উড়িয়ে কোয়ার্টারে জোকোভিচ

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: গ্র্যান্ডস্ল্যাম ইতিহাসে গত ৩১ বছরে কোনো খেলোয়াড়ই ‘ট্রিপল বেগেল’ নিয়ে ম্যাচ জিততে পারেননি। একপর্যায়ে মনে হয়েছিল নোভাক জোকোভিচের হাত ধরেই আজ সেই খরা কাটবে। কিন্তু তৃতীয় সেটে এসে খেই হারালেন এই সার্বিয়ান তারকা। যদিও দাপুটে জয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখেন তিনি। এক ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে ২০তম বাছাই আদ্রিয়ান মানারিনোকে উড়িয়ে দেন ৬-০, ৬-০, ৬-৩ গেমে।

আসরের প্রথম দুই রাউন্ডে সরাসরি সেটে জিততে পারেননি জোকোভিচ। অসুস্থতা নিয়ে লড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তৃতীয় রাউন্ডে ছন্দ খুঁজে পেয়ে ম্যাচ জিতে নেন তিন সেটেই। রড লেভার অ্যারেনায় আজ পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। দুর্দান্ত এই জয়ে গ্র্যান্ডস্ল্যাম ইতিহাসে ৫৮ বার কোয়ার্টার ফাইনালে উঠলেন। ছুঁয়েছেন রজার ফেদেরারের রেকর্ড।

জয়ের পর জোকোভিচ বলেন, ‘গত দুই দিন সত্যিই ভালো কেটেছে। স্বাস্থ্যগত ও টেনিসের দিক থেকে ইতিবাচক দিকেই হাঁটছি। তাই এই মুহূর্তে যে অবস্থায় আছি তা নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সব মিলিয়ে অসাধারণ এক পারফরম্যান্স।’

জোকোভিচের খেলা সাধারণত সন্ধ্যার দিকেই শুরু হয়। কিন্তু আজ দিনেদুপুরে নামতে হয় ২৪ গ্র্যান্ডস্ল্যাম জেতা এই তারকাকে। তিনি বলেন, ‘আজ যেভাবে খেলেছি, তাতে সত্যিই দিনে খেলতে আমার আপত্তি নেই। এটা গোপন নয়, আমি সন্ধ্যা ৭টায় খেলতে পছন্দ করি। তবে আজকের ম্যাচটি মোটেও খারাপ ছিল না।’

এদিকে মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা, কোকো গফ ও মার্তা কোস্তিউক। প্রত্যেকেই জয় পেয়েছেন সরাসরি সেটে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..